স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নটিংহাম ফরেস্টে নাম লেখালেন অ্যান্থনি এলেঙ্গা। ১ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে দল বদল করেছেন এই সুইডিশ ফরোয়ার্ড। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
একাডেমিতে দ্যুতি ছড়িয়ে ম্যানচেস্টারের সিনিয়র দলে ২০২১ সালে অভিষেক হয় এলেঙ্গার। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টারের ক্লাবটির জার্সিতে ৫৫ ম্যাচ খেলে তার গোল মাত্র ৪টি। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি তিনি।
এদিকে ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে নিয়েছে ইউনাইটেড। সিরি-এ ক্লাব ইন্টার মিলানের হয়ে এক বছর কাটানোর পর এবার তাঁকে ইউনাইটেডে দেখা যাবে। ৫ বছরের চুক্তিতে তাঁর সাথে চুক্তি করেছেন ক্লাবটি। ওনানার জন্য মোট ৪ কোটি ৭২ লাখ পাউন্ড পর্যন্ত গুনতে হতে পারে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post