স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন রিয়াদ মাহরেজ। সিটিজেনদের সাথে আরও দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন এই তারকা। আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
আগের চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত ছিল। অর্থাৎ, আরও এক বছর বাকি ছিল। আর সেটি থাকার মধ্যেই নতুন চুক্তি করলেন রিয়াদ। আলজেরিয়ার এই তারকা নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তি করেছেন। অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত ম্যান সিটিতেই থাকছেন তিনি।
২০১৮ সালে সিটিতে যোগ দেন রিয়াদ। এরপর দলে নিজের জায়গা করে নেন শক্তভাবে। পারফর্মেন্স দিয়ে সবার মন জয় করেছেন তিনি। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৮৯ ম্যাচে মাঠে নেমেছেন এই ফরোয়ার্ড। গোল করেছেন ৬৩টি আর গোলে এসিস্ট করেছেন ৪৫টি। জিতেছেন ৩টি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ কাপ শিরোপা। এছাড়া একটি এফএ কাপও জিতেছেন।
নতুন চুক্তি করে উচ্ছ্বসিত মাহরেজ। তিনি বলেন, ‘নতুন চুক্তি করে আমি খুবই খুশি। এখানে প্রতিটি মিনিটই আমি উপভোগ করি। এমন দারুণ ক্লাবের অংশ হতে পেরে আনন্দিত আমি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা