স্পোর্টস ডেস্কঃ আর্লিং হালান্ড এবং জুলিয়ান আলভারেজের আগমনে ম্যান সিটি থেকে রহিম স্টার্লিংয়ে বিদায় অনেকটা নিশ্চিত। জানা গেছে সিটি ছেড়ে চেলসিতে নাম লেখাতে যাচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, ৪৫ মিলিয়ন পাউন্ডে স্টামফোর্ডে ব্রিজে চুক্তি করতে চলেছেন তিনি। চার বছরের জন্য চুক্তি হচ্ছে স্টার্লিং-চেলসির।
রোমেলু লুকাকু ইন্টার মিলানে পাড়ি জমানোয় নিজ দলের আক্রমনভাগকে শক্ত করতে চাইছে চেলসি। দলটির কোচ টমাস টুখেল স্টার্লিং ছাড়াও নজর রেখেছেন লিডস ইউনাইটেডে রাফিনহার দিকেও। তার আশা এই ফরোয়ার্ডকেও দলে ভেড়াতে পারবেন। তবে এ জন্য বার্সেলোনার সঙ্গে পাল্লা দিতে হবে চেলসিকে।
এদিকে বিদায় নিতে যাওয়া আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও এন্টনিও রুডিগারের পরিবর্তিত খেলোয়াড়ও দলে নিতে হবে টুখেলকে। এছাড়া থিয়াগো সিলভার বর্তমান চুক্তির মেয়াদও শেষ বছরে চলে এসেছে। ক্রিস্টেনসেন পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। আর রুডিগারের ঠিকানা হয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে।
এদিকে ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে ছয় বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে নিজেদের দলে নিয়েছে সিটি। বিনিময়ে পেপ গার্দিওলার দলকে খরচ করতে হয়েছে ৪২ মিলিয়ন পাউন্ড, যা ভবিষ্যতে ৪৫ মিলিয়ন পাউন্ডে বেড়ে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০