স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের মহাতারকা দিয়েগো ম্যারাডোনা চিরঘুমের দেশে। ২০২০ সালের ২৫ নভেম্বর বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ‘কিংবদন্তী’ পাড়ি জমান না ফেরার দেশে। মরেও যেনো শান্তি নেই তার। একের পর এক নানা ভাবে গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন তিনি।
সবশেষ খবর হলো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে জানানো হয়েছে, তার মৃত্যু হয়নি। তার অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররাই মূলত এমন পোস্ট দিয়েছেন। হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এই কিংবদন্তীর পরিবার।
দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন তাদের প্রতিবেদনে হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে জানানো হয়, গত রাত থেকে ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক একাউন্ট হ্যাকড হয়ে আছে। হ্যাকাররা কয়েকটি পোস্ট করলে তা ভক্ত-সমর্থকদের নজরে আসে। এরপরই সমালোচনার ঝড় উঠে।
১ কোটি ২০ লাখ ফেসবুক ব্যবহারকারী ম্যারাডোনাকে অনুসরণ করছেন তার একাউন্টে। হ্যাক করার পর হ্যাকাররা প্রথম পোস্ট করে তার মৃত্যু নিয়ে। যাতে লিখা ছিল- ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’
মেসিকে প্রশংসা ও রোনালদোকে গালি দিয়েও পোস্ট করা হয়েছে। একটি পোস্টে মেসিকে ‘দীর্ঘজীবি হও’ বলার পাশাপাশি ব্যবহার অযোগ্য ভাষায় গালি দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে।
কিংবদন্তীর পরিবারের সদস্যরা হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, ডিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post