ম্যারাডোনা স্বর্গ থেকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন- মেসি

0
69

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ শিরোপা হাতে নিলেন লিওনেল মেসি। কিন্তু সে দৃশ্য মাঠে বসে দেখার জন্য ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালে ২৫ নভেম্বর মারা যান তিনি। এবারের বিশ্বকাপে এই কিংবদন্তি মাঠে না থাকলেও মেসির বিশ্বাস, ম্যারাডোনা স্বর্গে বসেই তাদের বিজয়োল্লাস দেখেছেন। দেশে ফেরার পর কিংবদন্তিকে উৎসর্গ করেছেন ফিফা বিশ্বকাপের ট্রফি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসি লিখেন, ‘দিয়েগো যিনি স্বর্গ থেকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। এই সাফল্য তাদের সকলের জন্য, যারা সবসময় ফলাফলের দিকে না তাকিয়ে জাতীয় দলের পাশে থেকেছে, আমাদের চেষ্টা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়েছে, এমনকি যখন সবকিছু চাওয়া অনুযায়ী হয়নি তখনও।

মেসি ধন্যবাদ জানিয়েছেন কোচদেরও। সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, ‘অবশ্যই কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য, যারা আমাদের জন্য সবকিছু সহজ করতে দিনরাত কাজ করেছেন।

২০১৪ সালের বিশ্বকাপে হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ফাইনাল থেকে। তবে ক্যারিয়ারের শেষ বেলায় এসে মেসি ঠিকই জিতে নিয়েছেন বিশ্বকাপ। ২০১৪ সালে যারা শিরোপা জয়ের কাছে থেকে দুঃখ নিয়ে ফিরেছিল, তাদেরকেও ট্রফি উৎসর্গ করেছেন মেসি। মেসি এবং ডি মারিয়া বাদে ওই বিশ্বকাপের কোনো ফুটবলার বর্তমান দলে ছিল না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here