নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজ (বুধবার) প্রথমদিন শেষে স্কোর বোর্ডে ৫ উইকেটে ৩৬২ রান করেছে টাইগাররা। অবিচ্ছিন্ন থেকে দাপুটে দিন শেষ করলেন দুই টাইগার ব্যাটার মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।
তৃতীয় সেশনে ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর শেষ বিকেলে দারুণ জুটি গড়েছেন মুশফিক-মিরাজ। শুরু থেকেই মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছেন মিরাজ। দুজনের জুটির ফিফটি হয় মাত্র ৫৮ বলে। দুজনেই ব্যাটিং করছেন ওয়ানডে মেজাজে। মুশফিক ৩৫ ও মিরাজ ৩৩ রানে অপরাজিত।
মিরপুরে বুধবার নাজমুল হোসেন শান্ত-মাহমুদুল হাসান জয়ের ২১২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শান্ত দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলেই তুলে নেন অর্ধশতক। এরপরও চালিয়ে গেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ১১৮ বলেই পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
শেষ পর্যন্ত শান্ত থামেন ১৪৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে। ১৭৫ বলের দৃষ্টিনন্দন ইনিংস তিনি সাজিয়েছেন ২৩ চার আর ২ ছক্কায়। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, যা করেছেন তাতেই খুশি তিনি। শান্ত বলেন, ‘যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ, এই ইনিংস আরও বড় হতে পারত, পরের দিন এমন সুযোগ এলে চেষ্টা করব বড় করতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post