‘যদি, কিন্তুু’ রেখে কিংসলেকে খেলানোর অনুমতি দিয়েছে ফিফা, দলে ৩ নতুন

0
185

স্পোর্টস ডেস্ক:: অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে খেলানোর অনুমতি দিয়েছে। তবে ফিফা একটি ‘যদি, কিন্তু’ রেখে দিয়েছে। আগামি ২০ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন জাতির ফুটবল টুর্ণামেন্ট। সেই ট্রাইনেশন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা দলে তিন নতুন মুখ ডেকেছেন। এছাড়া প্রত্যাশিত ভাবেই পুরনোরা আছেন। ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে তিন জাতির সিরিজে খেলবে বাংলাদেশ। দলে প্রথমবার ডাক পাওয়া তিন ফুটবলার হলেন, আবাহনীর মিডফিল্ডার আলমগীর মোল্লা, মুক্তিযোদ্ধ ক্রীড়া চক্রের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ও ফর্টিস এফসির মিডফল্ডার মজিবুর রহমান জনি।

বাফুফে জানিয়েছে, ফিফা এলিটা কিংসলের কাগজপত্র দেখে তাকে খেলোনাের অনুমতি দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, কিংসলে খেললে তাদের আপত্তি নেই। তবে যদি প্রতিপক্ষ কখনো অভিযোগ করে, সেটা বাফুফেকেই খন্ডাতে হবে। ফিফা এ বিষয়ে কখনো নাক গলাবে না।

এলিটা কিংসলেকে খেলানোর ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমাদের জমা দেওয়া কাগজপত্র দেখার পর ফিফার কাছ থেকে একটা উত্তর এসেছে তোমরা ওকে খেলাতে পারো, কিন্তুু প্রতিপক্ষ যদি কোনো অভিযোগ করে, তাহলে সেটা তোমাদের খণ্ডাতে হবে। এই ইস্যুতে ফিফা কখনই সরাসরি কোনো কিছুল বলবে না।’

বাংলাদেশ দল: জামাল ভুঁইয়া, আনিসুর রহমান জিকো, এলিটা কিংসলে, কাজী তারিক রায়হান, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুর হোসেন বাদশা, তপু বর্মন, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, আলমগীর মোল্লা, শহাদীর আলম সোহেল, ফয়সল আহমদ ফাহিম, রহমত মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহীম, মিতুল মারমা, মজিবুর রহমান জনি, আমিনুর রহমান সজীব, মেহেদী হাসান শাস্রন, রবিউল হাসান ও ইমন শারিয়াহ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here