স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা দূর করে টানা দুই ম্যাচে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবার রাতে আলবিসেলেস্তেরা ২-০ গোলে হারাল পোল্যান্ডকে। দুই জয়ের ৬ পয়েন্টে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসিরা।
গ্রুপসেরা হওয়ায় শেষ ষোলোয় ফ্রান্সকে এড়িয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১টায়। সেই ম্যাচে নিজেদের ফেভারিট ভাবছে না আর্জেন্টিনা। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, বলছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন। যারা মনে করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সহজ হবে, তারা ভুল। আমরা মোটেও ফেভারিট নই। কেউ যদি মনে করে যে, আমরা আজকে জিতেছি বলেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাব, তারা পুরোপুরি ভুল।’
এদিকে আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোতে তাদের সঙ্গী হয়েছে পোল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটিতে জয় আর একটি হারে ৬ পয়েন্ট আর্জেন্টিনার। একটি করে জয়, হার ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড।
অন্যদিকে মেক্সিকোও একটি করে জয়, হার ড্র’তে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয়। আর আর্জেন্টিনাকে চমকে দিয়েও শেষ দুই ম্যাচে হেরে গ্রুপের তলানিতে থেকে শেষ করেছে সৌদি আরব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০