‘যারা রোনালদোকে মেসির চেয়ে ভালো বলে, তারা ফুটবলই বোঝে না’

0
7

স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার মার্কো ভ্যান বাস্তেনের চোখে লিওনেল মেসি সেরা। তবে এটা বলেই থেমে থাকেননি তিনি। তিনবারের ব্যালন ডি’অর জয়ী বাস্তেনের মতে, যারা রোনালদোকে মেসির চেয়ে ভালো বলে, তারা ফুটবলই বোঝে না!

করিয়ের ডেল স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বাস্তেন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো এখন গ্রেট খেলোয়াড়। কিন্তু যারা বলে, সে (রোনালদো) মেসির চেয়ে ভালো, তারা ফুটবলের কিছুই জানে না। অথবা নিজেদের কুবিশ্বাস থেকেই তারা এটি বলে।’

মেসি সম্পর্কে বাস্তেন আরো বলেন, ‘মেসি অদ্বিতীয়। তাঁকে অনুকরণ করা যেমন অসম্ভব, তেমনি তাঁর পুনরাবৃত্তি ঘটাও অসম্ভব। ৫০-১০০ বছরে তাঁর মতো খেলোয়াড় একবার আসে। শৈশবে সে হয়তো ফুটবলের যাবতীয় প্রতিভা ধারণ করা কোনো পাত্রে পড়ে গিয়েছিল!’

খেলোয়াড়ী জীবনে ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন বাস্তেন। এছাড়া নেদারল্যান্ডসের হয়ে ১৯৮৮ ইউরো জেতা ফুটবলার তিনি। আয়াক্সের বয়সভিত্তিক দল থেকে উঠে মিলানের কিংবদন্তি হয়েছিলেন এই ফরোয়ার্ড। মিলান থেকেই ফুটবল ছেড়েছিলেন বাস্তেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here