স্পোর্টস ডেস্কঃ ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে শুরু হচ্ছে ইন্ডিয়ার ওয়েলস এটিপি ১০০০ মাস্টার্স টুর্নামেন্ট। এরপরই মিয়ামিতে গড়াবে ঐতিহ্যবাহী মাস্টার্স টুর্নামেন্ট। যুক্তরাষ্টের এই দুই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নোভাক জোকোভিচ।
আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে জোকোভিচের খেলা হচ্ছে না। কোভিড-১৯ ভ্যাক্সিন না নেয়ায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না তিনি। কিন্তু সরকারের বিশেষ অনুমতি নিয়ে তার প্রবেশের সুযোগ রয়েছে বলে জানা গেছে। এর আগে গত বছরের শুরুতে যুক্তরাষ্টের বিমানবন্দর থেকে তাঁকে ফিরে আসতে হয়েছিল।
এদিকে ইন্ডিয়ান ওয়েলস আয়োজক কমিটির এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে জোকোভিচের স্থানে নিকোলোজ বাসিলাশভিলি খেলার সুযোগ পাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post