নিজস্ব প্রতিবেদকঃ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলের সাথে দুই জন ট্রাভেল রিজার্ভ ক্রিকেটারও দেওয়া হয়েছে। এই ১৭ সদস্যের দল নিয়েই বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
তবে ১৭ জনের মধ্যে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। এই পেসার বিশ্রামে থাকবেন সিরিজে। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে পাঁজরের চোটের কারণে বিশ্বকাপে যাওয়াই শঙ্কায় পড়ে যায়। সেখান থেকে অবশ্য তাসকিনের যাওয়া নিশ্চিত হয়ে এখন। তিনিই বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে চিকিৎসকের পরামর্শে। সেজন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে পাওয়া যাবে না।
তাসকিনের খেলা প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে বলা যায়…রিপোর্টে বলা হয়েছে, আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, তারা সেখানে খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র অংশে।’
অবশ্য তাসকিনের ব্যাক আপ হিসেবে আছেন হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি খেলতে পারবেন। একইসাথে ট্রাভেল রিজার্ভ হিসেবে বিশ্বকাপের দলের সাথে থাকবেন এই টাইগার পেসার। আগামী ২১, ২৩ ও ২৫ মে যথাক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post