স্পোর্টস ডেস্কঃ ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। দেশটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। তবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে তারকা খেলোয়াড়দের দেশটিতে নিতে যেতে চাইছে আয়োজকরা। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকেও দেখা যাবে সেখানে।
তবে আপাতত সেটা সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ২০২৪ সালে খেলবেন স্মিথ। অজি তারকার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মেজর লিগ ক্রিকেটের কো-ফাউন্ডার সামির মেহতা। চলতি বছর খেলার কথা ছিল স্মিথের। তবে অ্যাশেজ সিরিজ থাকায়, সেটা সম্ভব না। যার ফলে ২০২৪ সালে টুর্নামেন্টটির জন্য সময় বের করে খেলবেন স্মিথ।
ফক্স স্পোর্টসকে সামির মেহতা এই ব্যাপারে জানিয়েছেন, ‘আমরা স্টিভের (স্মিথ) সাথে যোগাযোগ রেখে যাচ্ছি। তাঁর ভাবনা আমাদেরকে জানিয়েছে সে। আমেরিকাতে ক্রিকেট খেলতে চায় সে, এজন্য সূচিও ঠিক করা আছে। আমাদের সাথে একত্রিত হয়ে ভালো কিছু করতে চাচ্ছে সে।’
সামির মেহতা আরও বলেন, ‘আমি তার দায়বদ্ধতা সম্পর্কে জানি। আমি জানি না অস্ট্রেলিয়ার আগামী বছরের সূচি কেমন। তবে আমার বিশ্বাস, এই আসরে খেলার মতো যথেষ্ট সময় তাঁর হাতে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা