স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ এমএলসির প্রথম আসর শুরু হবে ১৩ জুলাই থেকে। মেজর লিগ ক্রিকেটের এই আসরের স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট হয়ে গেছে। বিদেশী ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র কাছে ক্রিকেটারদের চেয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড এমএলসি। পিসিবি ক্রিকেটারদের ছাড়তে রাজি হয়েছে। তবে দিয়েছে একটি শর্ত। পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়ের বিপরীতে ক্রিকেট বোর্ডকে ২৫ হাজার ডলার করে দিতে হবে লিগ আয়োজকের।
দেশটির সামা টিভি তাদের অনলাইনের এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে। জানিয়েছে, এমএলসির ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ কয়েকজন পাকিস্তানী ক্রিকেটারদে দলে নিতে চেয়েছিলো। ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার জন্য পিসিবিকে অনুরোধ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাকিস্তান বোর্ড প্রত্যেকের বিপরীতে ২৫ হাজার ডলার করে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের লিগ আয়োজকেরা নিজেদের সিদ্ধান্ত জানাতে পিসিবির কাছ থেকে সময় চেয়েছে। যুক্তরাষ্ট্রের এই লিগে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হলো- ওয়াশিংটন ফ্রিডম, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এমআই নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, সিয়াটল অরকাস ও টেক্সাস সুপার কিংস।
১৩ জুলাই থেকে শুরু হওয়া লিগটি শেষ হবে ৩০ জুলাই। ছয় দলের প্রত্যেকটি দল ৯জন করে বিদেশী ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০