স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছিলেন কোরি অ্যান্ডারসন। এরপর বিভিন্ন সময়ে ফ্রাঞ্জাইজি লিগের হয়ে দেখা গেলেও সে রকমভাবে নিয়মিত হতে পারছিলেন না নিউজিল্যান্ড দলে। এরপর যেন অনেকটা আড়াল হয়ে গিয়েছিলেন তিনি। তবে বিরতির পর আরেকবার আন্তর্জাতিক ক্রিকেটে নামতে চলেছেন এই অলরাউন্ডার। অ্যান্ডারসন এখন অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলার।
২০১৪ সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন অ্যান্ডারসন। ওয়ানডে ক্রিকেটে সে সময়ের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। যদিও তাঁর সেই রেকর্ড খুব বেশি দিন দীর্ঘস্থয়ী হয়নি। ২০১৫ বিশ্বকাপে তার সেই রেকর্ড নিজের দখলে নেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
রেকর্ড ধরে রাখতে না পারলেও নিউজিল্যান্ডের হয়ে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছিলেন অ্যান্ডারসন। তবে এবার নতুন দেশের জার্সিতে বিশ্ব ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় তিনি। আগামী মাসে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তাদের দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক। যার সুবাদে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকতা পান এবং তাদের জাতীয় দলের খেলার সুযোগ হয়। এই সুযোগ কাজে লাগিয়ে এবার যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই সাবেক কিউই অলরাউন্ডারকে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এর আগে নিউজিল্যান্ডের জার্সি গায়ে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন অ্যান্ডারসন। কিউইদের জার্সিতে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্কোয়াড:
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, জেসি সিং, সৌরভ নেত্রাভালকার, নিসর্গ প্যাটেল, স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শ্যালকউইক, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নীতিশ কুমার ও উসমান রফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post