স্পোর্টস ডেস্ক:: মাত্রই লিগস কাপের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার দুই মাসের মধ্যেই এবার দ্বিতীয় শিরোপা জয়ের পথে তিনি। আর্জেন্টাইন তারকার সামনে সুযোগ আরো একটি শিরোপা জয়ের।
যুক্তরাষ্ট্রের শত বছরের পুরনো টুর্নামেন্ট ইউএস ওপেন। ঐতিহ্যবাহী টুর্নামেন্টটিতে দেশটির সর্বোচ্চ স্তরের ১০০টি ক্লাব অংশ নিয়ে থাকে। ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছে মায়ামি। সেটা মেসি যোগ দেওয়ার আগেই। এবার বিশ্বকাপ জয়ী তারকাকে সেমিফাইনাল বাধা টপকাতে পারলেই আরেকটি শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাবেন তিনি।
২৪ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি এফসি। মেসিরা সিনসিনাটিকে হারাতে পারলেই পৌঁছে যাবেন স্বপ্নের ফাইনালে। দ্বিতীয় শিরোপা জয়ের পথে। ২৭ সেপ্টেম্বর শত বছরের পুরনো টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্টিত হবে।
১৯১৩-১৪ মৌসুমে শুরু হওয়া ইউএস ওপেন দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ র্টুনামেন্ট। ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন অরল্যান্ডো সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০