স্পোর্টস ডেস্ক:: ইউরোপের ফুটবল রাজত্ব ছেড়ে কিছু দিন আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। হারতে হারতে বিপর্যস্ত ইন্টার মায়ামিকে জেতালেন শিরোপা। নতুন ক্লাবে পাড়ি জমিয়েই নিজেও নিলেন শিরোপার স্বাদ।
পিএসজি ছেড়ে এ মৌসুমেই ইন্টার মায়ামিতে যোগ দেন ফুটবল জাদুকর। মেজর লিগের ক্লাবটি এই তারকা যাওয়ার আগ পর্যন্ত পুরো বিপর্যস্ত ছিলো। হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে পৌঁছেছে। বিশ্বকাপ জয়ী তারকার স্পর্শে এখন বদলে গেছে সেই ক্লাব।
মেজর লিগেও জিততে শুরু করেছে। এবার জিতলো লিগস কাপের শিরোপার। ন্যাশভিলসের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচে মেসির গোলে এগিয়ে গিয়েছিলো মায়ামি। প্রথমার্ধের এই এগিয়ে যাওয়া অবশ্য ধরে রাখতে পারেনি। সমতায় থাকা ম্যাচে ম্যারাথন টাইব্রেকার চ্যাম্পিয়ন হয়েছে মায়ামি।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে ম্যারাথন টাইব্রেকারে মায়ামি জিতেছে ৯-১০ ব্যবধানে। রোমাঞ্চকর ফাইনালে ন্যাশভিল লড়াই করেছে শেষ পর্যন্ত। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছে। তবে দুর্দান্ত মেসিদের কাছে হেরেছে তারা।
ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে লিড নেয় মায়ামি। ২৩তম মিনিটে বিশ্বকাপজয়ী অধিনায়কের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। প্রথমার্ধে ন্যাশভিল আর ম্যাচে ফিরতে পারেনি। মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ন্যাশভিল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। দ্রুত সাফল্যও পায় দলটি। ৫৭তম মিনিটে ফাকা ভিকোলেটের গোলে সমতায় ফেরে দলটি। ১-১ গোলে ‘ড্র’ থাকা ম্যাচে দুই দল নির্ধারিত সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি।
ম্যারাথন টাইব্রেকারে মেসিরা ৯-১০ ব্যবধানে লিগস কাপের শিরোপা জিতে। মায়ামিতে যোগ দিয়েই শিরোপার দেখা পেলেন পিএসজি ছেড়ে যাওয়া এই তারকা।
শুরু হয়ে টাইব্রেকার চলতেই থাকে। একে একে শেষ পর্যন্ত একাদশ রাউন্ডে গড়ায় টাইব্রেকার। একাদশতম রাউন্ডে গোল করেন মায়ামির গোলকিপার ক্যালেন্ডার। এরপর তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার পানিকোর শট। শিরোপার উল্লাসে মেতে ওঠে মায়ামি।
টাইব্রেকারেই শুধু নয়। পুরো ম্যাচেই আলো ছড়িয়েছে ক্যালেন্ডার। ঠেকিয়েছেন প্রতিপক্ষের একের পর এক আক্রমণ। অন্তত ৫টি শট তিনি সেইভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post