যুক্তরাষ্ট্রে ব্যর্থ নাসির, হারলো দল

0
90

স্পোর্টস ডেস্ক:: ভালো খেলেও দেশে সুযোগ পাচ্ছিলেন না এক সময়ের ‘ফিনিশার’ খ্যাত নাসির হোসেন। অভিমানে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথাও জানিয়েছেন। এবার তিনি দেশটির স্থানীয় লিগে খেলতে গেছেন। তবে ব্যাট হাতে তার ব্যর্থতার দিনে হেরেছে দলও।

যুক্তরাষ্ট্রের ইউনিটি কাপে নাসির হোসেন খেলছেন আটলান্টা ফায়ারের হয়ে। পাঞ্জাব রয়্যালসের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটে হেরেছে আটলান্টা। ম্যাচটিতে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের এই অলরাউন্ডার অবশ্য বল হাতে নিয়েছেন এক উইকেট।

আগে ব্যাট করা আটলান্টা ফায়ার ১২৫ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাঞ্জাব রয়্যালযস ১.২ ওভার হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

টস হেরে ব্যাট করতে নামা আটলান্টা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রতিপক্ষের দুর্দঅন্ত বোলিংয়ে ৯ উইকেটে ১২৫ রানেই থামে তাদের ইনিংস। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেছেন জাস্টিন ডিল। অ্যারন জোনস করেছেন ২৫ রান। ৯ বলে ৪ রান করেছেন নাসির হোসেন।

১২৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নামা পাঞ্জাব রয়্যালস শুরুতে উইকেট হারালেও জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি দলটিকে। ইনিংসের ৮ বল বাকী থাকতে ৫ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আব্দুল মালিক। ভারতীয় ব্যাটার উন্মুক্ত চাঁদ মারেন গোল্ডেন ডাক।

দলের হেরে যাওয়া ম্যাচে নাসির হোসেন ৪ ওভার বল করেছেন। ৩০ রান দিয়ে শিকার করেছেন একটি উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here