স্পোর্টস ডেস্কঃ পিএসজি থেকে বিদায়ের পর মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে বর্তমান চুক্তির মেয়াদ। গুঞ্জন ওঠে, সৌদি আরবের আল হিলাল বা সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরবেন মেসি। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিকেই বেছে নিলেন তিনি।
এদিকে মেসির সাথে মেজর লিগ সকারের দলে লুই সুয়ারেজকে দেখা যাবে। বৈশ্বিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে এমনটা জানায়। তবে সেটি অসম্ভব বলে জানিয়েছেন উরুগুইয়ান এই তারকা ফরোয়ার্ড। বর্তমানে ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাব গ্রেমিওতে খেলছেন সাবেক বার্সা তারকা। কাতালান ক্লাবে মেসির সাথে জুটি বেঁধে গড়েছেন একাধিক রেকর্ড, জিতেছেন অসংখ্য শিরোপাও।
মেসি মায়ামিতে যোগ যোগ দেওয়ার পরই গুঞ্জন ওঠে সুয়ারেজকেও দেখা যাবে দলটিতে। কিন্তু সেটি সম্ভব নয় বলে জানিয়েছেন সুয়ারেজ। এক সাক্ষাৎকারে এই স্ট্রাইকার বলেন, ‘আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। এটা অসম্ভব। আমি গ্রেমিওতে খুব ভালো আছি। এখানে আমার ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি আছে।’
৩৬ বছর বয়সী সুয়ারেজ ২০২০ সালে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে ক্যাম্প ন্যু ছেড়েছিলেন। বর্তমানে গ্রেমিওতে খেলা এই তারকা এরই মধ্যে দুটি শিরোপাও জিতেছেন। সাবেক বার্সেলোনা স্ট্রাইকার এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাঠে নেমে করেছেন ১৪টি গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post