নিজস্ব প্রতিবেদকঃ একদিন আগেই নিশ্চিত হয়েছিল মন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিশ্চিত ছিল না। বৃহস্পতিবার শপথের পরই নিশ্চিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার নির্ধারিত দিনে হয়েছে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। সেখানে উপস্থিত ছিলেন পাপনও। এরপরই মন্ত্রণালয় দেওয়া হয় মন্ত্রীদের। নতুন মন্ত্রী পরিষদে পাপন যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই প্রথমবার পূর্ণমন্ত্রী হলেন তিনি।
দিন কয়েক আগে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে আরও একবার নির্বাচিত হয়েছেন পাপন। পাপন এই আসন থেকে একাধিকবার এমপি হয়েছেন। সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রয়াত রাজনীতিবিদ আইভি রহমানের সন্তান তিনি। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত মুখ হিসেবেই চেনে সবাই। একইসাথে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহি কর্মকর্তাও তিনি।
এবার তাকে নতুন পরিচয়ে দেখা যাবে। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকা এই ব্যক্তি ক্রীড়া মন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন। যদিও শুরুতে গুঞ্জন ছিল তাকে পরিকল্পনা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেকোনো একটাতে দেওয়া হতে পারে দায়িত্ব। তবে শপথের পর জানা গেল নিজের ক্রীড়া সেক্টরেই মন্ত্রীত্ব পেয়েছেন পাপন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post