স্পোর্টস ডেস্ক:: শুরু হচ্ছে যুব গেমস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যাত্রা করা শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের মশাল এখন ঢাকায় পৌঁছেছে। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে সকালে মশাল প্রজ্জ্বলন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদে।
২০ জন তারকা ক্রীড়াবিদদের হাতবদল হয়ে মশাল টুঙ্গিপাড়া থেকে ঢাকায় পৌঁছায়। মশাল প্রজ্বলন করে বিওএ সভাপতি হস্তান্তর করেন তারকা হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও শুটার কামরুন নাহার কলির হাতে। ঢাকায় আসা মশাল প্রথমে বিওএ ভবনে এবং পরে ধানমন্ডি আবাহনী ক্লাব শেখ কামালের প্রতিকৃতির সামনে নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ জেতা অ্যাথলেট ইমরানুর রহমান ও গত এসএ গেমসে স্বর্ণ জেতা কারাতেকা মারজান আক্তার প্রিয়া।
এবারের যুব গেমসে ১৯৩টি ইভেন্টে থাকবে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য। যুব গেমসে অংশ নেবেন ৪ হাজার ক্রীড়াবিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post