নিজস্ব প্রতিবেদক:: দেশের যুব ক্রিকেটারদের চারটি ফ্র্যাঞ্চাইজিতে ভাগ করে যুব লিগে আয়োজন করে বিসিবি। অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দলগুলোতে খেলা সেরা পারফর্মাররা সুযোগ পান এই লিগে। যুব লিগের টি-২০ ফরম্যাটে প্রথম হ্যাটট্রিক করলেন মৌলভীবাজারের তরুণ স্পিনার অনুপ পাল।
অনুপের স্পিন জাদুতে তার দল ইস্ট জোন ৩০ রানের ব্যবধানে হারিয়েছে নর্থ জোনকে। আগে ব্যাট করে ইস্ট জোন ৪ উইকেটে ১৭২ রান তুলে। জবাবে খেলতে নামা নর্থ জোন অনুপের হ্যাটট্রিকে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায়। ম্যাচটি ১৭ ওভারে নির্ধারিত হয়।
মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৮ দলের স্পিনার অনুপ কান্তি পাল ৩ ওভারে ২০ রানে তিনটি উইকেট শিকার করেন। ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর তিন উইকেট শিকার করন এই তরুণ। একে একে ফিরিয়ে দেন শিহাব জেমস, রাফিউজ্জামান রাফি ও মাহফুজ হোসাইনকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০