যেখানেই শট খেলছি, ক্যাচ চলে যাচ্ছে- মিরাজ

0
98

নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের বিপক্ষে হেরে ভাগ্যকে দোষ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কলকাতায় মঙ্গলবার ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এটি তাদের টানা ষষ্ঠ হার। এই হারে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায়ের পথে হাঁটল সাকিব আল হাসানের দল।

পাকিস্তান লজ্জার পর ম্যাচ শেষে মিরাজ জানান, তাদের চেষ্টার কোনও ত্রুটি নেই। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। সবাই চেষ্টা করছি। কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। ব্যাটাররা যেখানেই শট খেলছে, হাতে চলে যাচ্ছে। ক্যাচ হচ্ছে, ফিল্ডার ধরছে। বোলিংয়ে কিছু না কিছু হচ্ছে। এরকম কখনও হয়নি। গত ৩ বছরে তো ওয়ানডে খেলেছি। ভাগ্য কম কাজ করছে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।’

টানা ব্যর্থতায় কারো নাম নিলেন না মিরাজ। তিনি বলেন, ‘আমরা সবাই মিলেই খারাপ খেলছি। ওপরে রান আসছে না। মিডল অর্ডারে ইনিংস ধরতে পারছি না। টেল এন্ডে ফিনিশিং দিতে পারছি না। আসলে সব মিলিয়ে, সবাই মিলেই একসঙ্গে খারাপ খেলছি।’

এমন বাজে পারফরম্যান্সের পর স্বাভাবিক ভাবেই দলের আবহ ঠিকঠাক থাকার কথা নয়। মিরাজও সেটি স্বীকার করে নিলেন, ‘হারলে তো স্বাভাবিকভাবেই সবার খারাপ লাগে। দিনশেষে ক্রিকেটে এসব মেনেই নিতে হবে। হারজিত তো থাকবেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here