স্পোর্টস ডেস্ক:: উরুগুয়ের মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে ১৯০২ সালে প্রথম গোল করেছিলো আর্জেেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল প্রথম গোলের দেখা পেয়েছিলো দলটি। সেই একই স্থানে আর্জেন্টিনা জাতীয় দল পেলো ২০০০তম গোলের দেখা।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক উরুগুয়েকে শনিবার সকালে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। থিয়াগো আলমান্ডার একমাত্র গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আলমান্ডার গোলে আর্জেন্টিনা জাতীয় দলের ২০০০তম গােল। এই জয়ে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত করা আর্জেেন্টিনার বিশ্বকাপও প্রায় নিশ্চিতের পথে। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর।
ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটিতে মেসি, দিবালা- লাউতারো মার্তিনেজদের ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা। প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনা জিতেছে দুর্দান্ত খেলে, পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রেখে। দাপট দেখিয়েই উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক ঝাঁক তারকাকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনাকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি উরুগুয়ে।
বড় তারকারা না থাকলেও গোলবারে নির্ভার ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। সতীর্থরা প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছেন, গোলবারে চাপমূক্ত ছিলেন তিনি। আর্জেন্টনাইনদের ডিফেন্স ভেদ করে উরুগুয়ের খেলোয়াড়েরা এমির কোনো পরীক্ষাই নিতে পারেননি।
শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধে আর্জেন্টিনা যেমন গোল করতে পারেনি, উরুগুয়েও পায়নি গোলের দেখা। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।
বিরতির পর আলভারেজ-আলমান্ডারা আক্রমণের পরিমাণ বাড়াতে থাকেন। ফলও আসে দ্রুত। ম্যাচের ৬৮তম মিনিটে জুলিয়ান আলভারেজ ডি বক্সের বাইরে থেকে আলমান্ডাকে পাস দেন। বল পেয়ে ডি বক্সের বাইরে থেকেই কোনাকুনি শটে আলমান্ডা উরুগুয়ের জালে বল পাঠিয় দেন। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে পড়া উরুগুয়ে ঘরের মাঠে সমর্থকদের হতাশ করে। এক গোল হজম করে সেটি আর ফেরত দিতে পারেনি। ম্যাচের অন্তিম সময়ে নিকো গঞ্জালেস অপ্রত্যাশিত লাল কার্ড দেখেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে, অর্থাৎ ম্যাচের ৯৫তম মিনিটে আর্জেন্টিনা হয়ে যায় দশ জনের দল। তবুও সুবিধা করতে পারেনি উরুগুয়ে। ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের পথে এক পা এগিয়ে রেখেই মাঠ ছাড়ে স্কালোনির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০