নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় কাটাচ্ছেন। বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন, টি-টোয়েন্টিতে একাদশে জায়গা হারিয়েছেন। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে যুক্তরাষ্ট্রে। খারাপ সময় কাটানো এই ব্যাটার সব মিলিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আর ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন।
এই চারটি বিশ্বকাপেই আহামরি কোনো পারফরম্যান্স উপহার দিতে পারেননি। তবে বেশ কিছু স্মরণীয় ইনিংস রয়েছে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ মূহুর্তে ৯৪ রানের ইনিংস। আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস। এর বাইরে গেল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেও ভালো ইনিংস খেলেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছাড়া, বাকি দুটিতে জিততে পারেনি দল। এতে খারাপ লাগা আছে লিটনের। স্বীকার করেছেন বিশ্বকাপে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কথা।
বিসিবির ভিডিও বার্তায় লিটন বলেন, ‘আশা করেছিলাম, ২০২১ (টি-টোয়েন্টি) বিশ্বকাপে সেটা করতে পারিনি। ২০২২ (টি-টোয়েন্টি) বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে ছিলাম, হয়তো বড় কোনো দলের সঙ্গে জিততে পারিনি, তবে খারাপও হয়নি। নিজের কথা বললে, আশানুরূপ পারফর্ম করতে পারিনি। আমি যে মানের খেলোয়াড়, যেমন পারফরম্যান্স আমার করা উচিত, আমি সেটা করতে পারিনি। এবার ভালো কিছু করার চেষ্টা করব।’
‘চারটি বিশ্বকাপের কথা যদি বলি তাহলে, ২০১৯ বিশ্বকাপটা আমার জন্য স্মরণীয়। কারণ ওই ইনিংসটাতে (ক্যারিবিয়ানদের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত) বাংলাদেশ দল জিতেছিল। ২০২২ বিশ্বকাপটা আরও স্মরণীয় হতো, যদি ভারতের সঙ্গে যে ইনিংসটা খেলেছি (২৭ বলে ৬০) সেটাতে ম্যাচ জিততে পারতাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post