নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আজ ৯ মে, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। যদিও বিশ্বকাপে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে টাইগার শিবির।
তবে আয়ারল্যান্ডের সামনে রয়েছে সুযোগ। বাংলাদেশকে এই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই, ৮ নম্বরে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে আইরিশরা। যদিও কাগজে-কলমে সেটা অনেক কঠিনই। কেননা সিরিজে পরিস্কার ফেবারিট বাংলাদেশ।
কিছু দিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। যদিও এবার ভিন্ন কন্ডিশনে খেলা। তবে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে টাইগাররা। এই সিরিজটি আইরিশদের হোম সিরিজ হলেও খেলা হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সব মিলিয়ে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ দল। শক্তিমত্তায়ও এগিয়ে তামিমবাহিনী। তাই স্বাভাবিকভাবেই জয়ের আশা করতে পারে টাইগাররা।
এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, সেই প্রশ্ন জেগেছে বড়ভাবে। দলে আছেন অনিভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরি। এছাড়া রনি তালুকদার আছেন। আছেন আবারও দলে ফেরা ইয়াসির আলি চৌধুরি রাব্বিও। আছে দলের বিশ্বকাপ ভাবনাও। তাই টিম ম্যানেজম্যান্ট পরীক্ষা-নীরিক্ষায় যেতে পারে এই সিরিজে, এমনটাই ধারণা করা হচ্ছে।
তবে আপাতত সেটা হচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে। প্রথম ওয়ানডে হওয়ায় এই আপাতত সেখান থেকে সরে আসছে বলেই আভাস। ওপেনিংয়ে তামিমের সাথে লিটন। তিন, চার, পাঁচ, ছয় ও সাতে যথাক্রমে শান্ত, হৃদয়, সাকিব, মুশফিক ও মিরাজ।
আটে তাইজুল কিংবা শরিফুলের একজন। যদি একজন পেস বোলার বেশি খেলানো হয় সেক্ষেত্রে শরিফুল। এর বাইরে দলে তিন পেসার মুস্তাফিজ, হাসান ও এবাদতের জায়গা এক প্রকার নিশ্চিত। যদিও এখনই কিছু চূড়ান্ত নয়। ম্যাচের একাদশের সময়ই স্পষ্ট বোঝা যাবে। এমনও হতে পারে তাইজুল-শরিফুলকে না নিয়ে মৃত্যুঞ্জয়কে অভিষেক করানো হতে পারে।
ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় আজ বিকেল পৌনে ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় এক দিনের ম্যাচটি হবে ১২ মে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৪ মে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা