স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ডেনমার্ক ও তিউনিশিয়া। ‘ডি’ গ্রুপে দুই দলের লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই। এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ নামিয়েছে মাঠে।
এর মধ্যে ৩-৫-২ ফরমেশনে খেলতে নেমেছে ডেনমার্ক শিবির। ডেনমার্কের শুরুর একাদশে আছেন এরিকসেন, অ্যান্ডারসন, ডেলানিরা। বিশ্বকাপে এবার ‘ডার্ক হর্স’ ধরা হচ্ছে ডেনমার্ককে। এদিকে তিউনিশিয়া খেলতে নেমেছে ৩-৪-২-১ ফরমেশনে।
ডেনমার্ক একাদশ
স্মাইকেল (গোলরক্ষক), অ্যান্ডারসন, কয়ার, ক্রিস্টেনসেন, নিশেন, হজবার্গ, ডেলানি, মাহলে, ওলসেন, ডলবার্গ ও এরিকসেন।
তিউনিসিয়া একাদশ
ডাহমেন (গোলরক্ষক), তালবি, মেরিআহ, ব্রন, ড্রাগার, স্কিরি, লাইদুনি, আবদি, স্লিমানে, মসনি ও জেবালি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা