স্পোর্টস ডেস্কঃ আজ বুধবার থেকে শুরু হয়েছে এশিয়ান কাপের চূড়ান্ত বাছাই। গ্রুপ ‘ই’র এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনেই ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত দেশটির জাতীয় স্টেডিয়াম বুকেট জলিলে আয়োজিত হচ্ছে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকাল ৩.১৫টায় শুরু হয় এই ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দল একাদশে পায়নি সোহেল রানাকে। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে খেলতে পারছেন না তিনি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় বারের মতো মাঠে নেমেছেন সাজ্জাদ।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হাসান ও সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য, এই ম্যাচে ৬০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারির পুরোটাই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য মালয়েশিয়ান মুদ্রায় ৬৯ রিঙ্গিত। আর সাধারণ গ্যালারির টিকিটের মূল্য মালয়েশিয়ান মুদ্রায় ৪৫ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা