স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ঘন্টা দুয়েকের অপেক্ষা। এরপরই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৫তম আসর। সংযুক্ত আরব আমিরাতে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে আয়োজক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি নেই। দুই দেশের সমর্থকরা উদগ্রীব হয়ে আছেন। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার লড়াইয়ে নেমেছিল দুই দল। যেখানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল লঙ্কানরা।
আফগানিস্তানের সামনে তাই অনেকটা প্রতিশোধ নেওয়ার মঞ্চও এশিয়া কাপ। এছাড়া আগের তুলনায় দলটি এখন অনেক বেশি পরিণতও। টি-টোয়েন্টির জায়ান্ট কিলার বললেও, ভুল হবে না। তবে ছেড়ে কথা বলবে না লঙ্কানরা। জয় দিয়ে আসর শুরু করতে চাইবে দাসুন শানাকার দল।
এই ম্যাচে বেশ কিছু লড়াই দেখা যেতে পারে। যেখানে সবচেয়ে বেশি আলোচনায় দুই লেগস্পিন অলরাউন্ডার রশিদ খান বনাম ওয়ানিন্দু হাসারাঙ্গার লড়াই। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াই বেশ উপভোগ্য হবে বলেই ধারণা করা হচ্ছে। মূল স্পটলাইট তাদের ওপরই থাকবে।
এর বাইরে আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার মহেশ থিকশানার লড়াই দেখা যেতে পারে। স্পটলাইটের বাইরে থেকে ম্যাচের নজর কাড়ার মতো সক্ষমতা আছে এই দুই স্পিনারেরও। এছাড়া শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা, আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরান, হযরতউল্লাহ জাজাই আলো কাড়তে পারেন। দুই দলের দুই অধিনায়ক দাসুন শানাকা ও মোহাম্মদ নবীও ম্যাচের নির্ধারক হতে পারেন।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা/অ্যাশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দিলশান মধুশঙ্কা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভীন-উল-হক, মুজিব উর রহমান ও নূর আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা