স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে উইন্ডিজ ও বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় শুরু হবে ম্যাচ। গায়ানার প্রভিডেন্সে আয়োজিত হবে ম্যাচটি।
যেখানে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। ইতিমধ্যেই প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ধসিয়ে দিয়েছে সফরকারীরা। এতে করে সিরিজেও ১-০’তে এগিয়ে গিয়েছে টাইগাররা। এবার সিরিজ নিশ্চিত করার পালা।
আর সেটি নিশ্চিত করতে গিয়ে একাদশে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের জয়ী একাদশই ধরে রাখতে যাচ্ছে তামিম ইকবালের দল। যার ফলে অনেকটা নিশ্চিতভাবেই আজও একাদশে সুযোগ হচ্ছে না এনামুল হক বিজয়ের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা