নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে খুলনা টাইগার্স। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে নাহিদুল ইসলামের স্পিন বিষে নীল হয়ে মাথা তুলে দাঁড়াতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের অল্পেই থামিয়ে অনায়াস জয়ে আসর শুরু করল খুলনা।কিপটে বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১২ রানে নাহিদুল নেন ৪ উইকেট। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচ শেষে নিজের দারুণ বোলিংয়ের রহস্য খোলাসা করতে গিয়ে নাহিদুল জানান, ব্যাটাররা যাতে সহজে খেলতে না পারেন সেই চেষ্টা করেই সফল হয়েছেন। তিনি বলেন, ‘সবসময় আমার পরিকল্পনা থাকে নতুন বলে স্টাম্প টু স্টাম্প বল করা। ব্যাটাররা যাতে সহজে খেলতে না পারে। নতুন বলে বোলিং করাটা আসলে কঠিন। কঠিনটাকে সহজ বানানোর চেষ্টা করছি গত ৫-৭ বছর ধরে। ঘরোয়াতেও আমি নতুন বলেই বোলিং করি এবং অনুশীলনটাও চেষ্টা করি করার। সব ম্যাচেই তো এক্সিকিউশন ভালো হবে না। হয়ত বা আজকে দিনটা ভালো ছিল। আজকে হয়ত বা কাজে লেগেছে।’
শনিবারের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করে চট্টগ্রাম। জবাবে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় খুলনা। আগে ব্যাট করতে নামা চট্টগ্রামের টপ অর্ডারকে ধসিয়ে দেন নাহিদুল। আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়ে শুরু করা ডানহাতি এই অফ অফ স্পিনার শুরুতে ফেরান ইমরানুজ্জামান ও তানজিদ হাসান তামিমকে। দ্বিতীয় স্পেলে এসে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা নাজিবউল্লাহ জাদরানকেও নিজের শিকার বানান নাহিদুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post