স্পোর্টস ডেস্কঃ রান খরায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দেশে-বিদেশে তাঁকে নিয়ে হচ্ছে সমালোচনা। এতদিন চুপ থাকলেও মুখ খুলেছেন তিনি। দিয়েছেন সমালোচনার জবাব। ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে কোহলি খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস। এরপর টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো ফরম্যাটেই তাঁর নামের পাশে নেই সেঞ্চুরি।
খারাপ পারফর্মেন্সের জন্য চারদিকে অনেক সমালোচিত হতে হয়েছে কোহলিকে। তবে এবার মুখ খুলেছেন ডানহাতি এই ব্যাটার। তিনি বলেছেন, ‘আমি জানি, আমার খেলা কোন অবস্থায় রয়েছে। পরিস্থিতি সামলানো এবং ভিন্ন ধরনের বোলিং আক্রমণ সামলানোর সামর্থ্য না থাকলে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এতদূর আসত না।’
কোহলি আরো বলেন, ‘ক্যারিয়ারে উত্থান-পতন থাকে, কিন্তু যখন আমি এই পর্ব থেকে বেরিয়ে আসবো, তখন আমি জানি আমি কতটা ধারাবাহিক হতে পারি। আমার অভিজ্ঞতা আমার কাছে গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাপে ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।
এই রেকর্ডে কোহলির পরই নাম লেখানোর অপেক্ষায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন তিনি। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে মাঠে নামলেই টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সেঞ্চুরিতে পা রাখবেন সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০