নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে নুরুল হাসান সোহান ছিটকে গেলেন চোটের কারণে। ফলে মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে রংপুরকে নেতৃত্ব দেবেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। নিজেদের সামাজিক যোগযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।
ম্যাচের আগের দিন (সোমবার) রংপুরের স্পিনার রাকিবুল হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘উনি (সোহান) এখনো পর্যবেক্ষণে আছেন। আমরা সঠিকটা জানি না। ম্যাচের আগে বলা যাচ্ছে না। না খেললে হয়তো পরিকল্পনা একটু এদিক ওদিক হতে পারে।’
রংপুর ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতে মালিকই দলটির অধিনায়ক। এরপর খুলনা টাইগার্সের বিপক্ষে আজকের ম্যাচে ইয়াসির আলি চৌধুরী রাব্বির সঙ্গে টস করতে নামেন মালিক। টস হেরে আগে ব্যাট করবে মালিকের দল।
এর আগে পাকিস্তান দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মালিকের। এদিকে গত পরশু দলের সঙ্গে যোগ দিয়ে এক সেশন অনুশীলন করেছেন নওয়াজ। আজ সুযোগ পেয়েছেন একাদশে। আরেক পাকিস্তানি হারিস রউফ গতকাল রাতে দলের সঙ্গে যোগ দিয়েই আজ মাঠে নেমেছেন।
Discussion about this post