নিজস্ব প্রতিবেদকঃ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স। যেখানে দলটি মুখোমুখি লড়াইয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আর সেই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে দুপুর ২টায়।
এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে কুমিল্লা। উইনিং কম্বিনেশন ধরে রেখে তারকাবহুল একাদশই নামিয়েছে দলটি। অপরদিকে রংপুর একাদশে এক পরিবর্তন এনেছে। একাদশে নেই পাকিস্তানের পেসার হারিস রউফ। ফিরে গেছেন নিজ দেশে। তার পরিবর্তে খেলবেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, রনি তালুকদার, রহমানউল্লাহ গুরবাজ, টম কোহলার-ক্যাডমোর, শামীম হোসেন পাটোয়ারি, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, রাকিবুল হাসান ও নাভিন উল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post