স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে অল্পতেই থামতে হলো তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে। ইনিংসের দুই বল বাকী থাকতেই মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় চিটাগাং ভাইংকিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর ৫.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে। মোহাম্মদ শাহজাদ ২৩ ও সৌম্য সরকার ১৪ রান করেছেন।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন শোয়েব মালিক। বাজে শুরু করা চিটাগংয়ের হয়ে কোনো ব্যাটসম্যানই এদিন জ্বলে উঠতে পারেননি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শোয়েব মালিককে হারিয়ে বিপর্যয়ে পড়ে চিটাগং ভাইকিংস। রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান। তবে ১৬তম ওভারে দলীয় শতক পূর্ণ করেছে দলটি।
৮২ রানে দলীয় পঞ্চম উইকেট হারায় চিটাগং ভাইকিংস। জহুরুল ইসলাম ও মোহাম্মদ নবী দ্রুত ফিরে গেলে বিপর্যয় সৃস্টি হয় চিটাগং শিবিরে।
রান আউটের শিকার হয়ে ফিরেন আনামুল হক। এরই মধ্যে চিটাগং ভাইকিংসের তৃতীয় উইকেটের পতন হলো। আনামুল ১৬ বলে চারটি চারের সাহায্যে ২৫ রান করেন। পরে জহুরুলকে ফেরান আরাফাত সানি ও নবীকে আউট করেন রুবেল হোসেন।
দারুণ বোলিং করে চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও ডোয়েন স্মিথকে ফেরান রংপুর রাইডার্সের স্পিনার সোহাগ গাজী।
রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০