রংপুরের হয়ে বিপিএল মাতাবেন ক্যাডমোর

0
55

স্পোর্টস ডেস্কঃ টম কোহলার ক্যাডমোর আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাবেন ইংল্যান্ডের এই ব্যাটার। জাতীয় দলের হয়ে না খেললেও ফ্র্যাঞ্চােইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় মুখ ক্যাডমোর। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাতিয়েছেন টি-টেন, ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টি (আইএলটি-২০), দ্য হান্ড্রেড, এলপিএল ও পিএসএলের মতো টুর্নামেন্ট। এবার বিপিএল মাতানোর অপেক্ষায় এই ক্রিকেটার।

ক্যাডমোরকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে রংপুর। বিপিএলের বাকি ম্যাচগুলোতে রংপুরের জার্সিতে দেখা যাবে তাঁকে। বিপিএলের এবারের আসরে রংপুরের হয়ে খেলেছেন পাকিস্তানের মালিক, রউফ ও সায়েম আইয়ুব। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনাপত্তি পত্র থাকায়  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন তারা। তাদের বদলি হিসেবে যোগ দেবেন ক্যাডমোর।

ক্যাডমোর খেলেছেন পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স, জাফনা কিংস, পুনে ডেভিলস, শারজাহ ওয়ারিয়র্স, নর্দান সুপারচার্জাস এবং ট্রেন্ট রকেটসের মতো দলে। নিজেদের ব্যাটিংয়ের শক্তি বাড়াতে মূলত তার উপর আস্থা রাখছে রংপুর ম্যানেজমেন্ট। এদিকে ক্যাডমোর ছাড়াও উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়ার খবর জানিয়েছে রংপুর।

জাতীয় দলের পাশপাশি নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে গুরবাজের। আইপিএল, পিএসএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলে থাকেন আফগানিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here