নিজস্ব প্রতিবেদক:: রংপুর রাইডার্সের জয়রথ চলছেই। ঘরের মাঠে চিটাগাং কিংসও থামাতে পারেনি রংপুরের জয়রথ। বিপিএলের একাদশতম আসরে টানা আট জয় তুলে নিয়েছে রাইডার্সরা। স্বাগতিকদের ৩৩ রানে হারিয়েছে সোহানের দল।
বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর রাইডার্স স্বাগতিক চিটাগাং কিংসের বিপক্ষে দুই বিদেশীর ব্যাটে চড়ে ১৬৪ রান তুলে। পাকিস্তানী ক্রিকেটার খুশদিল শাহের হাফ সেঞ্চুরি ও স্টেভন টেইলরের ব্যাটে লড়াকু পুঁজি পায় রাইডার্সরা। জবাবে খেলতে নামা চিটাগাং কিংস রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩১ রানে থামে।
১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা চিটাগাং কিংস শুরুই করে উইকেট হারিয়ে। রানের খাতা খুলার আগেই ইনিংসের প্রথম বলে ডাক মেরে ফিরে যান ওপেনার উসমান খান। ২৬ রান করে আরেক ওপেনার ইমন দলীয় ৪৫ রানে দ্বিতীয় উইকেটে সাজঘরে ফিরে যান।
দুই ওপেনারের বিদায়ের পররই চারে নামা অধিনায়ক মিঠুনও ফিরে যান ড্রেসিংরুমে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫০ রানে অধিনায়কের বিদায়ে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। বিদায়ের আগে ৫ বলে ২ রান করেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন ছয়ে নামা শামীম হোসেন। এক বাউন্ডারিতে ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়া গ্রাহাম ক্লাক করেন ২৩ রান। ১৯ রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। রংপুরের কিপ্টেমি বোলিংয়ে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৩১ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা।
রাইডার্সদের হয়ে আকিফ জাবেদ চারটি ও খুশদিল শাহ ২টি উইকেট লাভ করেন।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রাইডার্সরা। ওপেনার তৌফিক খান তুষার দ্রুতই ফিরেন প্যাভেলিয়নে। ব্যক্তিগত ৫ রানে দলীয় ৯ রান সাজঘরে ফিরে যান এ্ই ওপেনার। আরেক ওপেনার স্টেভন টেইলর সাইফ হাসানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং পূঁজি এনে দিতে দারুণ অবদান রাখেন।
ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে দলীয় ৬৩ রানে সাইফের বিদায়ে ভাঙে তাদের দ্বিতীয় উইকেট জুটি। দুই বাউন্ডারিতে ১৮ বলে ১৭ রান করেন তিনি। বিপিএলের শুরু থেকেই রংপুরকে টানছেন বিদেশীরা। পাকিস্তানী খুশদিল এরপর দারুণ ব্যাটিং করতে থাকেন। তুলে নেন আরো একটি হাফ সেঞ্চুরি। ২৮ বলে খেলেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। সাত ছক্কার ইনিংসে ছিলো দুই চার। মেহদী হাসানের ১২ বলে ১৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স ৭ উইকেটে ১৬৪ রানে থামে।
চিটাগাংয়ের হয়ে আলিস ও ওয়াসিম ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ/ডেস্ক/০০