স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ব্যবধানে রংপুর রাইডার্সকে হারিয়েছে ঢাকা ডায়নামাইটাস। আজ শুক্রবার দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ৭৮ রানের দুর্দান্ত জয় পেল সাকিব আল হাসানের দল।
আগে ব্যাট করা ঢাকা ডায়নামাইটসের ১৭০ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৯২ রান করতে পেয়েছে রংপুর রাইডার্স।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটস নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে মোসাদ্দেক ৪৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন মোসাদ্দেক। এছাড়া কুমার সাঙ্গাকারা ২৯ ও নাসির হোসেন ৩৮ রান করেন।
রংপুরের হয়ে সোহাগ গাজী ও শহীদ আফ্রিদি ২টি করে উইকেট লাভ করেন।
১৭১ রানের জবাবে খেলতে নেমে র্ংপুর রাইডার্স ১৯.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে নাঈম ইসলাম সর্বোচ্চ ২৬ রান করেন, ডউসন ১৬, শাহজাদ ১১ রান ও মুক্তার আলী ১০ রান করেন।
ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব, ব্র্যাভো ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০