নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে ফেরা রংপুর রাইডার্সকে এবার নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ২০২২ সালের সর্বশেষ আসরে অংশ নেয়নি রংপুর। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তরবঙ্গের নামে বিপিএল খেলা দলটি।
রোববার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। এদিনই সোহানকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে দলটি। এর আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে তাঁকে নেয় রংপুর। এর আগে বাংলাদেশ জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।
৬ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এদিন সন্ধ্যায় রংপুর রাইডার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। আসর শুরুর আগে রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে কুমিল্লাও।
বাংলাদেশের হয়ে ৪৬ ম্যাচের ৪১টিতে মাঠে নেমেছেন সোহান। ১৬.৪৮ গড় ও ১১৮.৩৫ স্ট্রাইক রেটে ৪৪৫ রান করেছেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৬১ ম্যাচে মাঠে নেমেছেন এই ডানহাতি। ২১.২ গড় ও ১২৬.৪২ স্ট্রাইক রেটে সোহান করেছেন ২১২৪ রান। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৬১ ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ছিল তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।
রংপুর রাইডার্স স্কোয়াড- নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক, পাথুম নিশানকা, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, জেফ্রি ভ্যান্ডার্সি, সিকান্দার রাজা, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু, আজমাতুল্লাহ ওমরজাই ও অ্যারন জোন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post