রক্ষণের দায় দেখছেন ওয়াকার

0
43

স্পোর্টস ডেস্কঃ নটিংহাম ফরেস্টের সঙ্গে ড্র করে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা হলো না ম্যানচেস্টার সিটির। শনিবার ফরেস্টের মাঠে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বের্নার্দো সিলভার গোলে জয়ের পথেই ছিল পেপ গার্দিওলার দল। তবে শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে তাদের একরাশ হতাশা উপহার দিল ফরেস্ট। এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫২। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

জিততে না পারায় রক্ষণের দায় দেখছেন ম্যান সিটি ডিফেন্ডার কাই ওয়াকার। আত্মসমালোচনায় তিনি বললেন, দল হিসেবে তাদের পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। ওয়াকার বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না। স্ট্রাইকারদের যদি ভাগ্য সহায় না হয় বা গোল না করতে পারে, তাহলে রক্ষণাত্মক ইউনিট হিসেবে আমাদের ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হবে এবং তিনটি পয়েন্ট নিশ্চিত করতে হবে।’

এখন পর্যন্ত লিগে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার সাউদাম্পটনের কাছে ১–০ গোলে হেরেছে চেলসি। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দশম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ফরেস্ট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here