স্পোর্টস ডেস্কঃ অ্যালেক্স তেলেস নাম লেখালেন সৌদি প্রো দিলের দল আল নাসেরে। এক বিবৃতিতে সৌদির দলটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান এই ফুটবলারের সাথে চুক্তির বিষয়টি। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তেলেস। এবার সৌদি ক্লাবে একসঙ্গে খেলবেন তারা।
২০২০ সালে ইউনাইটেডে যোগ দেন তেলেস। গত মৌসুমে সেভিয়ায় ধারে খেলেন ৩০ বছর বয়সী এই ফুল-ব্যাক। স্প্যানিশ ক্লাবটির হয়ে ইউরোপা লিগ জেতেন তিনি। এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ২০২৫ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করেছেন তেলেস।
যদিও তেলেস বা আল নাসের চুক্তির আর্থিক বিষয় নিয়ে কিছু বলে নি। তবে কোনো পক্ষই এই বিষয়ে কিছু না জানালেও গণমাধ্যমের খবর, আনুমানিক ৬০ লাখ পাউন্ড পাবে ইউনাইটেড। এদিকে গত মৌসুমে সৌদি প্রো লিগে রানার্সআপ হয় আল নাসের। নতুন মৌসুম শুরুর আগে রক্ষণের শক্তি বাড়াতে তেলেসকে দলে নিয়েছে তারা।
গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা রোনালদোকে দলে টেনে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেয় আল নাসের। চলতি গ্রীষ্মের দলবদলে তারা দলে ভিড়িয়েছে ক্রোয়েশিয়ার তারকা মার্সেলো ব্রজোভিচকে। এবার খেলোয়াড় কেনার বাজারে তারা আরেকজন তারকাকে দলে নিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০