স্পোর্টস ডেস্কঃ ভারতের মর্যাদার প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে খেলতে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই তারকা ক্রিকেটার ভারতের সবশেষ টেস্টের স্কোয়াডে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পরের ম্যাচ ধর্মশালায় খেলবে রোহিত শর্মার দল।
বিশ্রাম কাটিয়ে আসন্ন টেস্টের ভারত দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার ঘোষিত ১৬ জনের স্কোয়াডে জায়গা হয়নি সুন্দরের। এতদিন দলের সঙ্গে থাকা এই স্পিনিং অলরাউন্ডারকে তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে শনিবার শুরু হবে ম্যাচটি। আর ধর্মশালা টেস্ট শুরু আগামী ৭ মার্চ।
অন্যদিকে ধর্মশালা টেস্টেও খেলতে পারছেন না লোকেশ রাহুল। ‘কোয়াড্রিসেপ টেন্ডন ইনজুরি’তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্টেও খেলতে পারেননি তিনি। খেলেছিলেন শুধু হায়দরাবাদে প্রথম টেস্টে। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চোটের চিকিৎসা করাতে ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান এখন লন্ডনে আছেন।
এদিকে চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচ খেলা বুমরাহকে রাঁচি টেস্টে বিশ্রাম দেয় ভারত। দলের সহ-অধিনায়ককে ছাড়াই ওই ম্যাচটি জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। বিশাখাপট্টনমে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বুমরাহ প্রথম তিন টেস্টে ১৩.৬৪ গড়ে তিনি নিয়েছিলেন ১৭টি উইকেট। তখন পর্যন্ত ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।
ধর্মশালা টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, রাজাত পাতিদার, সারফারাজ খান, ধ্রুব জুরেল, শ্রিকর ভারত, দেবদুত পাডিক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দিপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post