রঞ্জি ট্রফি স্থগিত

0
0

স্পোর্টস ডেস্কঃ দিন তিনেক আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই শুরু হবে রঞ্জি ট্রফি। তবে বোর্ড প্রধানের বক্ত্যবের পরও, রঞ্জি ট্রফি নিয়ে সিদ্ধান্ত আসতে খুব একটা অপেক্ষা করতে হলো না। রঞ্জি ট্রফি স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিসিআই।

সম্প্রতি বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রঞ্জি ট্রফি স্থগিত করা হয়েছে। শুধুমাত্র দেশটির প্রথম শ্রেণির এই তারকাবহুল টুর্নামেন্টই নয়, এর বাইরে আরও দুটি টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। যেটি হলো কর্ণেল সিকে নাইডু ট্রফি ও সিনিয়র মহিলা টি-টোয়েন্টি লিগ।

মূলত বিশ্বজুড়ে আবারও খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। যেখান থেকে বাদ যাচ্ছে না ভারতও। দেশটিতেও করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। যার আঁচ লেগেছে রঞ্জি ট্রফিতেও। ইতিমধ্যেই খবর মিলেছে করোনা পজেটিভ হয়েছেন ভারতীয় অলরাউন্ডার শিভম দুবে।

ভারতের ঘরোয়া ক্রিকেটের বড় আসর রঞ্জি ট্রফি শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছেণ তিনি। মুম্বাইয়ের হয়ে খেলার কথা ছিলে এই মিডিয়ান পেস বোলিং অলরাউন্ডারের। শুধুমাত্র দুবেই নয়, একইসাথে দলের ভিডিও অ্যানালিস্টও আক্রান্ত হয়েছেন এই মহামারী ভাইরাসটিতে।

করোনা আক্রান্ত হওয়ায় দু’জনকেই যেতে হয়েছে আইসোলেশনে। এর আগে বেঙ্গল দলের ইতিমধ্যে ৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। সব মিলিয়ে শঙ্কা ছিল খেলা মাঠে গড়ানো নিয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তবে শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না।

আগামী ১৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। এর আগে গেল বছর করোনার কারণে সেটা করা সম্ভব হয়নি। এবার যা আয়োজন করতে বেশ বদ্ধ পরিকর ছিল বিসিসিআই। কিন্তু খেলোয়াড়-সাপোর্ট স্টাফ-ম্যাচ অফিসিয়ালদের সুরক্ষার কথা চিন্তা করে, সেটাও করা হচ্ছে না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here