রদ্রিগেজকে হত্যার হুমকি

0
15

স্পোর্টস ডেস্ক: টুইটারে বন্দু, গুলি সহ ছবি পোস্ট করে কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার হামেস রদ্রিগেজকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
james
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রদ্রিগেজকে এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার মা।

টুইটারে একটি বক্সে পিস্তল, গুলি ও রদ্রিগেজকে হত্যার হুমকিসূচক একটি চিরকুট লেখা ছবি পোস্ট করা হয়। সেই ছবির ক্যাপশনে লেখা ছিলো, ‘আমি অস্ত্র নিয়ে তোমার বাড়ি আসছি। পছন্দের সব কিছুকে বিদায় বলা শুরু করো তুমি।’

টুইটারে হত্যার এই হুমকিকে উড়িয়ে দিলেও ফুটবল ইতিহাসে কলম্বিয়ার ক্ষ্যাপাটে ফুটবল সমর্থকদের অনেক বাজে ঘটনা রয়েছে। ১৯৯৪ সালে আন্দ্রেস এসকোবারের আত্মঘাতি গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে কলম্বিয়া। আর এ ঘটনার পাঁচ দিন পর ২৭ বছর বয়সি এ ফুটবলারকে গুলি করে হত্যা করা হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here