স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জিতলো রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলে এগিয়ে যাওয়া রিয়াল শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে।
এক গোল হজমের পর অ্যাতলেটিকাে মাদ্রিদ ম্যাচে ফিরলেও জয় পাওয়া হলো না। সমতায় থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে আবারো গোল হজম করে দলটি। তাতে শেষ পর্যন্ত ১-০ গােলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদকে।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি দারুণ উপভোগ্য ছিলো। টান টান উত্তেজনার ম্যাচে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় শুরুতে। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। প্রথমার্ধেই ম্যাচে ফিরে অ্যাতলেটিকে মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল। রদ্রিগোর গোলে ম্যাচের চতুর্থ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়া অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। ম্যাচের ৩২তম মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে সমতা আনে দলটি। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর কিলিয়ান এমবাপে-রদ্রিগোরা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। বাড়ান আক্রমণের পরিমাণও। দ্রুত ফলও মেলে। ম্যাচের ৫৫তম মিনিটে দিয়াজ আবরারের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-১ ম্যাচে।
পিছিয়ে পড়া অ্যাতলেটিকো আর ম্যাচে ফিরতে পারেনি। রিয়ালও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ ষোলোর প্রথম লেগ তাই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে কিলিয়ান এমবাপে-ভিনিসিউস জুনিয়ররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০