স্পোর্টস ডেস্কঃ লা লিগায় টানা চতুর্থ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে তারা জিতেছে রিয়াল বেতিসের বিপক্ষে। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ কার্লো আনচেলত্তির দল জিতেছে ২-১ গোলে। লিগে এটি মাদ্রিদের দলটির চতুর্থ জয়। টানা তিন অ্যাওয়ে ম্যাচ জয়ের পর এবার সান্তিয়াগো বার্নাব্যুতে জিতল তারা।
দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ জিতেছে আজ। দুজনের গোলেই ৩ পয়েন্ট পেয়েছে রিয়াল। চলতি মৌসুমে শনিবার প্রথম জালের দেখা পেলেন রদ্রিগো। ম্যাচ শেষে দলটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তাঁর কাছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।
আনচেলত্তি বলেন, ‘রদ্রিগো একজন বিশেষ ফরোয়ার্ড। কারণ যেকোনো পজিশনে খেলার যোগ্যতা তার আছে। সে খুবই দ্রুতগতির ও একইসাথে বল ছাড়াও বিভিন্ন সময়ে সে বেশ কিছু দক্ষতা দেখিয়েছে। শিক্ষানবীশ সময় শেষ হয়ে গিয়েছে এবং এখন সে রিয়ালের পরিণত একজন খেলোয়াড়।’
২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। সেই পথচলায় কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে মূল নায়ক করিম বেনজেমা হলে পার্শ্ব-নায়ক ছিলেন রদ্রিগো। তাই তাঁকে নিয়ে কোচ আনচেলত্তি দারুণ খুশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০