স্পোর্টস ডেস্ক:: লা লিগার মিশন জয়ে শুরু করলো রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
রদ্রিগো-বেলিংহ্যামের দুই অর্ধের দুই গোলে লা লিগার প্রথম ম্যাচেই জয় পেলো মাদ্রিদরা। অ্যাথলেটিক বিলবাও ম্যাচে খুব একটা সুযোগ পায়নি। আধিপত্য বিস্তা করে খেলেই জয় তুলে নিয়েছে মাদ্রিদ।
অ্যাথলেটিকো বিলবাও পরাজয় নিশ্চিত হয়ে যায় ম্যাচের প্রথমার্ধেই। রদ্রিগো-বেলিংহ্যামরা প্রথমার্ধেই লিড এনে দেন রিয়াল মাদ্রিদকে। যে লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
ম্যাচের ২৮তম মিনিটে রদ্রিগোর গোলে লিড নেয় মাদ্রিদরা। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটি ব্যবধান বাড়াতে অবশ্য বেশি সময় নেয়নি। মিনিট আটেক পরেই বেলিংহ্যাম ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ৩৬তম মিনিটে আলাবার পাস থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে।
প্রথমার্ধেই পিছিয়ে পড়া অ্যাথলেটিক বিলবাও প্রথমার্ধের বাকীটা সময় আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাদ্রিদরা ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর বিলবাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আক্রমণও বাড়ায়। তবে ততোক্ষণে রিয়াল জয় নিশ্চিত করে নিজেদের রক্ষণের শক্তি বাড়িয়ে নেয়। যে বাঁধা টপকে আর গোল করা হয়নি বিলবাওয়ের। রদ্রিগোরাও আর ব্যবধান বাড়াতে পারেননি। শেষ পর্যন্ত তাই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০