স্পোর্টস ডেস্ক:: লা লিগায় দারুণ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। সার্জিও রবার্তো ও লেভানডফস্কিদের গোলে কাদিসকে ২-০ গোলে হারিয়েছে জাভির দল।
রাতের ম্যাচে কাদিস বার্সার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। এক তরফা খেলেছে জাভির দল। তবে প্রথমার্ধেই ওই দুই গোলের পর দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা পায়নি দলটি। কাদিস দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
এই জয়ে ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরো মজবুত করলো বার্সেলোনা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।
৩১ ফাউলের ম্যাচে হলুদ কার্ড এসেছে পাঁচটি। দুই দলের ম্যাচটিতে বল দখলে আধিপত্য ছিলো বার্সার। ম্যাচের ৬৫শতাংশ সময়ে বল ছিলো জাভির শিষ্যদের পায়ে। ৩৫ শতাংশ সময়ে বল ছিলো কাদিসের দখলে।
ম্যাচের প্রথমার্ধেই শেষ দুই তিন মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৪৩তম মিনিটে সার্জি রবার্তোর গোলে লিড নেয় দলটি। ১-০ গোলে এগিয়ে যাওয়া বার্সা ব্যবধান দ্বি-গুণ করে দ্রুতই। মিনিট তিনিকের পর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লেভানডফস্কি গোল করেন। বিরতির আগেই বার্সা এগিয়ে যায় ২-০ গোলে।
বিরতির পর কাদিস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। প্রতিরোধও গড়ে দলটি। তাতে বার্সা আর কোনো গোলের দেখা পায়নি। কাদিসও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত তাই বার্সেলোনা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post