রবীন্দ্রকে ফিরিয়ে দারুণ শুরু মুস্তাফিজের

0
21

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় ওভারে কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে মুশফিকুর রহিমের ক্যাচে সাজঘরে পাঠানা বাঁহাতি এই পেসার। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। উইকেটে এখন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।

২৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারে চতুর্থ বলে খোঁচা মেরে বসেন রবীন্দ্র। সহজ ক‍্যাচ নিতে কোনো ভুল হয়নি মুশফিকের। ১৩ বলে দুই চারে রবীন্দ্র করেন ৯ রান। ৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ১২। এর আগে ব্যাট করে ২৪৫ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

লিটন দাস, তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্তরা ফিরেছেন দ্রুত। দলীয় ৫৬ রানে ৪ উইকেট হারানোর পর টাইগারদের টেনে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন দলের রান দুইশ হওয়ার আগে ফিরলেও শেষদিকে ৪১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ২৪৫ রানের পুঁজি এনে দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ফার্গুনসন। এছাড়া দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here