স্পোর্টস ডেস্কঃ গত মাসেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ জনের সে তালিকায় পরিবর্তন এনে চূড়ান্ত দলও ঘোষণা করেছে ইংলিশরা। যেখানে জেসন রয়ের জায়গায় দলে ফিরেছেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।
মূলত চোটে থাকা ওপেনার রয়ের বদলে ব্রুককে নিয়েছে ইসিবি। পেশির চোটের কারণে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ছিটকে যান রয়। তার বদলে খেলে তেমন কিছু করতে পারেননি ব্রুক। তিন ম্যাচে তিনি করেন ২৫, ২ ও ১০ রান। তবু তাকেই নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে।
এদিকে বেন স্টোকস অবসর ভেঙে ফেরায় বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাননি ব্রুক। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফিফটি করে দলকে জেতাতে বড় অবদান রাখা স্টোকসকে না নেয়াটা সহজ ছিল না। যে কারণে ব্রুককে প্রথম ধাপের ঘোষিত দলে রাখে নি তারা।
তবে রয়কে বাদ দিয়ে শেষ পর্যন্ত ব্রুককে নিয়েই বিশ্বকাপে খেলতে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ব্যাপারে এতোদিন পর মুখ খুলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার কথা রয়কে ফোন করে জানিয়েছেন তিনি। তবে এটা তার জন্য একেবারে সহজ কাজ ছিল।
বাটলার বলেন, ‘অধিনায়ক হিসেবে এটা আমার দায়িত্ব। এটা মোটেও আনন্দদায়ক নয়। সে হতে পারে আমার বন্ধু কিংবা আমার সতীর্থ–কাউকে এমন সংবাদ দেয়া অনেক কঠিন। কিন্তু আমার মনে হয়েছে এই খবরটা আমাকেই তাকে জানাতে হবে। সে আমার খুব কাছের বন্ধু, তাই তাকে বাদ দেয়ার কথাটা জানাতে খুব কষ্ট হয়েছে।’
বিশ্বকাপে ওপেনার হিসেবে জনি বেয়ারস্টোর সাথে দেখা যাবে দাভিদ মালানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তিন ম্যাচে ২৭৭ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। এই সিরিজে তার ব্যাটিং গড় ছিল ৯২.৩৩। এর মধ্যে লর্ডসে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছেন তিনি।
এদিকে চলতি বছর ৬ ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরি করেন রয়। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন তিনি। তার অবস্থা দেখে বিশ্বকাপ দলে আবার আসতে বদল। কোন কারণ না দেখিয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে বদল আনতে পারবে দলগুলো।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (উইকেটকিপার/অধিনায়ক), গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post