স্পোর্টস ডেস্কঃ সিরিজ শুরুর আগ মূহুর্তে ইনজুরির কারণে ছিটকে যান দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তবে এতে মোটেও পারফর্ম্যান্সে ব্যাঘাত ঘটেনি আফগানিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে আফগানরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি।
ঘরের মাঠ হাম্বানটোটায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা দল। দলটির শুরুটা ভালো না হলেও, মিডল অর্ডারে চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায়।
দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন আসালঙ্কা। সেঞ্চুরি মিস করার দিনে ৯৫ বলের ইনিংসটিতে ১২ বাউন্ডারি হাঁকান তিনি। ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রান করেন ধনাঞ্জয়া। ৩৮ রান আসে ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে।
আফগানদের হয়ে ৬ বোলারের সবাই উইকেট পেয়েছেন এর মধ্যে ফজলহক ফারুকী ও ফরিদ আহমেদ ২টি করে উইকেট শিকার করেন।
২৬৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ১৯ বল বাকি থাকতেই ম্যাচে জয় তুলে নেয় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে ওপেনার ইব্রাহিম জাদরান ও টপ অর্ডারে নামা রহমত শাহ’র ১৪৬ রানের বড় জুটিই দলটির জয়ের ভিত গড়ে দেয়।
জয়ের অন্যতম নায়ক ইব্রাহিম মাত্র দুই জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। ৯৮ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৮ রান করে আউট হন তিনি। ৮০ বলে ৩ বাউন্ডারিতে ৫৫ রান করেন রহমত। ৩৮ রান আসে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীর ব্যাট থেকে। ২৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নবি।
শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ২ উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post